Welcome To Barguna Zilla Parishad

E-Tender Notice 17/10/2017

E-Tender Notice 24/09/2017

 



————————- x ———————–

জেলা পরিষদ কার্যালয়

বরগুনা।

স্মারক নং জেপবর/প্রকৌঃ(উন্নয়ন)/১৮-২০১৪/ ২০৫                                                         তারিখঃ ২২/০৭/২০১৪ খ্রিঃ

দরপত্র বিজ্ঞপ্তি নং ০১(উন্নয়ন-১)/২০১৪-২০১৫

মন্ত্রণালয়/বিভাগঃ স্থানীয় সরকার পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
এজেন্সিঃ জেলা পরিষদ, বরগুনা।
সংগ্রহকারী সত্তার নামঃ প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, বরগুনা।
বাজেট এন্ড সোর্স অব ফান্ডঃ উন্নয়ন বাজেট (এডিপি) ২০১৩-২০১৪ অর্থ বছর,স্বাঃ নং-১১৬০,৪৯৯৯,৩১৬০
প্রকল্প প্যকেজর নাম ও সংখ্যাঃ প্রকল্প তালিকায় দ্রষ্টব্য (১৩ প্যাকেজ)
সংগ্রহ পদ্ধতিঃ সীমিত দরপত্র পদ্ধতি এবং ওটি এম  ( পি পি আর ২০০৮ এর সংশোধনী অনুযায়ী)
দরপত্র বিক্রয়ের শেষ তারিখঃ ২৪/০৮/২০১৪ খ্রিঃ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)।
দরপত্র গ্রহণের শেষ তারিখঃ ২৫/০৮/২০১৪ খ্রিঃ তারিখ বেলা ১-০০টা পর্যন্ত
দরপত্র বাক্স খোলার তারিখ ও সময়ঃ ২৫/০৮/২০১৪ খ্রিঃ তারিখ বেলা ১-১৫ টা পর্যন্ত
১০ দরপত্র খাম খোলার তারিখ ও সময়ঃ ২৫/০৮/২০১৪ খ্রিঃ তারিখ বেলা ৪.০০টা (সকল কার্যালয় হতে পাওয়ার পর)
১১ দরপত্র বিক্রি ও গ্রহণকারী অফিসের নাম ও ঠিকানা ঃ বরগুনা জেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,বরগুনা সদর/ পাথরঘাটা/ তালতলী, বরগুনা
১২ দরপত্র খোলার দপ্তরঃ জেলা পরিষদ কর্যালয়, বরগুনা ( সকল কার্যালয় হতে প্রাপ্ত দরপত্র)।
১৩ দরপত্রের সাথে সংযুক্ত বায়নাঃ প্রকল্প তালিকায় বর্ণিত নির্ধারিত টাকার সি ডি/বি ডি/ পিও আকারে যে কোন তফসিল ব্যাংক হতে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ,বরগুনা বরাবার দাখিল করতে হবে
১৪ কাজের বিস্তারিত বর্ণনাঃ দরপত্রের সাথে সংযুক্ত স্পেসিফিকেশন, সিডিউল ও প্রাক্কলন মোতাবেক
১৫ দরপত্র দলিলের মূল্যঃ প্রকল্প তালিকায় নির্ধারিত
১৬ দরপত্র আহবান ও বাস্তবায়নঃ The Public Procurement Regulation-2008 মোতাবেক
১৭ দরপত্র দাতার যোগ্যতাঃ সংযুক্ত প্রকল্প তালিকার কাজ বাস্তবায়নের জন্য বরগুনা জেলা পরিষদের তালিকাভূক্ত ও হাল নাগাদ নবায়নকৃত এবং আর্থিক যোগ্যতা সম্পন্ন সকল ব্যক্তি/ প্রতিষ্ঠান ।  উলে­খ্য যে, প্রকল্প নং ১৩ এর কাজ বাস্তবায়নের জন্য বাস্তবতার নীরিখে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ও টি এম পদ্ধতি অনুসরণ করা হবে।
১৮ কোন কারণে যদি দরপত্র সিডিউল বিক্রি ও গ্রহণের দিন সরকার কর্তৃক ছুটি ঘোষিত হয়, তা হলে তার পরের দিন অফিস খোলা দিবসে দরপত্র সিডিউল বিক্রি ও গ্রহণ করা হবে।

 

( শোঃ শহিদুল আলম)

সহকারী প্রকৌশলী    জেলা পরিষদ, বরগুনা।

 

স্মারক নং জেপবর/প্রকৌঃ(উন্নয়ন)/১৮-২০১৪/ ২০৫ /১(৯)                                                তারিখঃ ২২/০৭/২০১৪ খ্রিঃ

অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।

১। সচিব, স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ।

২। কমিশনার ,বরিশাল বিভাগ, বরিশাল।

৩। পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, বরিশাল বিভাগ, বরিশাল।

৪। জেলা প্রশাসক, বরগুনা।

৫। পুলিশ সুপার, বরগুনা।

৬। উপজেলা চেয়ারম্যান, বরগুনা সদর/আমতলী/পাথরঘাটা/বেতাগী/বামনা-বরগুনা।

 

সহকারী প্রকৌশলী

জেলা পরিষদ, বরগুনা।

 

স্মারক নং জেপবর/প্রকৌঃ(উন্নয়ন)/১৮-২০১৪/ ২০৫/২(২০০)                                                        তারিখঃ ২২/০৭/২০১৪ খ্রিঃ অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

১। মেয়র, বরগুনা পৌরসভা, বরগুনা।

২। নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত/এলজিইডি/স ও জ/জনস্বাস্থ্য/পাউবো/বিদ্যূৎ সরবরাহ বিভাগ, বরগুনা।

৩। উপজেলা নির্বাহী অফিসার ,বরগুনা সদর/আমতলী/পাথরঘাটা/বেতাগী/বামনা/তালতলী -বরগুনা।

৪। মেয়র, আমতলী/পাথরঘাটা/বেতাগী পৌরসভা, বরগুনা।

৫। জেলা রেজিষ্ট্রার, বরগুনা; ৬। জেলা শিক্ষা অফিসার, বরগুনা ;৭। জেলা তথ্য অফিসার, বরগুনা;

৮। পোষ্ট মাষ্টার, প্রধান ডাকঘর, বরগুনা ; ৯। উপজেলা প্রকৌশলী, বরগুনা সদর/আমতলী/পাথরঘাটা/বেতাগী/বামনা/তালতলী-বরগুনা ;

১০। Editor,The Financial Express, Dhaka, বিজ্ঞপ্তিটি তার পত্রিকায় ৩০/০৭/২০১৪ খ্রিঃ তারিখের মধ্যে অফিস খোলা দিবসে

এক বার স্বল্প পরিসরে প্রকাশের জন্য অনুরোধ করা হলো ;

১১। সম্পাদক, দৈনিক বর্তমান, ৩৭,দিলকুশা বা/এ, ঢাকা-১০০০। বিজ্ঞপ্তিটি তার পত্রিকায় ৩০/০৭/২০১৪ খ্রিঃ তারিখের মধ্যে অফিস খোলা দিবসে এক বার স্বল্পপরিসরে প্রকাশের জন্য অনুরোধ করা হলো ;

১২। সম্পাদক, দৈনিক সৈকত সংবাদ, শের-ই-বাংলা রোড,বরগুনা। বিজ্ঞপ্তিটি তার পত্রিকায় ৩০/০৭/২০১৪ খ্রিঃ খ্রিঃ তারিখের মধ্যে অফিস

খোলা দিবসে এক বার স্বল্প পরিসরে প্রকাশের জন্য অনুরোধ করা হলো  ;

১৩। নোটিশ বোর্ড (এ কার্যালয়)

১৪। জনাব —————————————-

সহকারী প্রকৌশলী

জেলা পরিষদ, বরগুনা।